Sunday, September 11, 2016

Newsall017 by Ashraful

নতুন পিসি আনছে মাইক্রোসফট

অনলাইন ডেস্ক | আপডেট:
সারফেস অল ইন ওয়ান পিসিএ বছরের অক্টোবর মাসে সারফেস ব্র্যান্ডের অল-ইন-ওয়ান পিসি আনছে মাইক্রোসফট। জুলাই মাস থেকেই প্রযুক্তি বিশ্বে মাইক্রোসফটের নতুন এই পিসি ঘিরে গুঞ্জন রয়েছে।
মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জেডনেটের প্রতিবেদনে বলা হয়েছে, সারফেস ব্র্যান্ডের নতুন এই পিসির কোডনাম ‘কার্ডিনাল’। নিউইয়র্কে অক্টোবর মাসে এক অনুষ্ঠানে এই পিসি দেখাতে পারে মাইক্রোসফট। ২১ ইঞ্চি, ২৪ ইঞ্চি বা ২৭ ইঞ্চি মাপের একটি কিংবা তিনটি মডেলই বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি।
নতুন এই পণ্য ঘিরে মাইক্রোসফট এখনো রহস্যই রেখে দিয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা অল-ইন-ওয়ান পিসি নিয়ে পূর্বাভাস দিলেও মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।
বাজার বিশ্লেষকেরা বলছেন, নতুন পিসির পাশাপাশি আগামী বছরে বাজারে আনার জন্য সারফেস ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করবে মাইক্রোসফট। এ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ এন্ট্রি লেভেলের সারফেস ব্র্যান্ডের ট্যাবলেট কম্পিউটারও বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি।
আগামী বছর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের বড় ধরনের হালনাগাদ আনবে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

No comments:

Post a Comment

Thanks for your comment