Friday, September 23, 2016

Sunday, September 11, 2016

Newsall017 by Ashraful

ঘটনাস্থল টঙ্গী

বিস্ফোরণের পর আগুন, নিহত ২৪

নিজস্ব প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি | আপডেট: | প্রিন্ট সংস্করণ
টঙ্গীর বিসিক শিল্পনগরীর একটি কারখানায় গতকাল ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় গুরুতর আহত ওয়াহিদুজ্জামান স্বপন গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ কথা শোনার পর তাঁর স্ত্রী ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন l ছবি: জাহিদুল করিম n আরও খবর ও ছবি: পৃষ্ঠা–২টঙ্গীর বিসিক শিল্পনগরীতে একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লেগে অন্তত ২৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, কারখানার বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিস্ফোরণে পাঁচতলা কারখানা ভবন ও পাশের দুটি তিনতলা ভবন ধসে পড়েছে। আরেকটি ছয়তলা ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গাজীপুরের টঙ্গী স্টেশন রোড ও কালীগঞ্জ আঞ্চলিক সড়কের রেলক্রসিংয়ের পাশে বিসিক শিল্পনগরীর ভেতর টাম্পাকো ফয়েলস লিমিটেড নামে এই কারখানার অবস্থান। ঈদ উপলক্ষে আজ রোববার থেকে কারখানায় ছুটি শুরু হওয়ার কথা ছিল। আহত শ্রমিক, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা জানিয়েছেন, গতকাল শনিবার সকাল ছয়টার দিকে কারখানার ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। কারখানার পূর্ব পাশের দোতলা অফিস ভবন ধসে পড়ে পাশের একটি রাস্তার ওপর। সেখানে চাপা পড়ে মারা যান রোজিনা আক্তার (২০), তাহমিনা আক্তার (১৮) ও রিকশাচালক রাশেদ মিয়া। পাশের একটি বস্তিতে আশিক আহমেদ নামে ১২ বছরের এক শিশুও নিহত হয়। কয়েকজন শ্রমিক ভবন থেকে লাফিয়ে বের হতে পারলেও বেশির ভাগ শ্রমিক আটকা পড়েন। তবে কতজন আটকা পড়েছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা বিস্ফোরণের বিকট শব্দ পান এবং এর প্রভাবে ভূমিকম্পের মতো আশপাশের মাটি কেঁপে ওঠে।গাজীপুরের টঙ্গীর ট‌াম্পাকো ফয়েলস নামের কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ভবনটি ধসে পড়ে l ছবি: সাজিদ হোসেন
 কারখানার মালিক সিলেট-৬ আসনের সাবেক সাংসদ সৈয়দ মো. মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর কারখানায় সাড়ে চার শতাধিক শ্রমিক তিন পালায় কাজ করেন। গত শুক্রবার রাতের পালায় ৭৫ জনের মতো কাজ করছিলেন। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, সকাল ছয়টায় দিনের পালা শুরু হওয়ার কথা ছিল। এর পাঁচ মিনিট আগে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের টঙ্গী ও গাজীপুর স্টেশন থেকে একাধিক ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয় লোকজনও তাদের সঙ্গে যোগ দেন। কারখানার পাশের বাড়ির মনিরা বেগম প্রথম আলোকে বলেন, ‘ঘুম থেকে উঠে বিকট শব্দ শুনতে পাই। তখন ভূমিকম্পের মতো ঝাঁকুনির সৃষ্টি হয়। কারখানার দিকে তাকিয়ে দেখি ভবন ধসে পড়ছে। ভেতর থেকে কয়েকজন সাহায্যের জন্য চিৎকার করছেন।’
রাত ১০টায় এই প্রতিবেদন লেখার সময়ও আগুন জ্বলছিল। ভবনের নির্মাণত্রুটি ও ভবনে কেমিক্যাল থাকায় ১৪ ঘণ্টার চেষ্টায়ও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।
স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, ভবনটির নির্মাণে কোনো নিয়মনীতি মানা হয়নি। সত্তরের দশকে তৈরি ভবনটিই পরে ধীরে ধীরে বাড়ানো হয়েছে। কারখানার মূল ভবন প্রায় ৪৫ বছরের পুরোনো। তা ছাড়া ভবনটিতে জরুরি নির্গমনপথ নেই। একটিমাত্র ফটক দিয়ে সবাই যাওয়া-আসা করতেন।রাত আটটায় ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) মোশাররফ হুসেন বলেন, তিনটি ভবনে আগুন জ্বলছিল। এখন পাশের ছয়তলা ভবনে আগুন জ্বলছে। ছয়তলা ভবনটিও যেকোনো সময় ধসে পড়তে পারে।
শিল্প মন্ত্রণালয়ের বয়লার পরিদর্শক শরাফত আলী প্রথম আলোকে বলেন, কারখানার দুজন বয়লার অপারেটর তাঁকে জানিয়েছেন, ভোর চারটার দিকে বয়লার বন্ধ করে দেওয়া হয়েছিল। বয়লারের পাশের গ্যাস কন্ট্রোলরুমে আগুন লেগে থাকতে পারে বলে তাঁর ধারণা। তবে মোশাররফ হুসেন বলেন, প্রথম বিস্ফোরণটি বয়লারেই হয়েছিল বলে তাঁর অনুমান। না হলে এত জোরে বিস্ফোরণের শব্দ হতো না।
স্থানীয় বাসিন্দা সেলিনা বেগম প্রথম আলোকে বলেন, কারখানার দেয়াল ঘেঁষে তাঁর ৬৫টি টিনশেড ঘর রয়েছে। বিস্ফোরণের পরপর তাঁরা দেখতে পান, কারখানার একজন শ্রমিক লাফ দিয়ে তাঁদের টিনের চালে পড়েন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঠিক সে সময় তিনি দেখেন, ভবনের দ্বিতীয় তলা থেকে এ
কজন লোক তাঁর দিকে তাকিয়ে ‘মা, আমাকে বাঁচান’ বলে চিৎকার করছেন। লোকটার শরীরের পেছন দিকে ততক্ষণে আগুন ধরে গেছে। আক্ষেপ করে তিনি বলেন, ‘আমি লোকটার জন্য কিছুই করতে পারিনি।’
সেলিনা বেগম আরও বলেন, বিস্ফোরণের পর ভবনের বিভিন্ন জিনিসের সঙ্গে মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ছিটকে আশপাশে পড়েছে। তিনি ১৫-২০ জন শ্রমিককে দেখেছেন, যাঁদের শরীরে আগুন লেগে গিয়েছিল এবং তাঁরা বাঁচার জন্য আকুতি জানাচ্ছিলেন।
কারখানার পাশেই একটি টিনশেড বাড়িতে থাকেন আফরিন আক্তার। তিনি বলেন, ‘বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মাটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। আমরা সবাই মনে করেছি, ভূমিকম্প হচ্ছে। দ্রুত বের হয়ে এসেছি।’
নিহত প্রকৌশলী মো. আনিসুর রহমানের প্রত্যক্ষদর্শী স্ত্রী নিগার সুলতানা বলেন, তাঁর স্বামী সাত বছর ধরে ওই কারখানায় চাকরি করছেন। গতকাল ভোর ছয়টার দিকে তিনি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। তিনি বাসা থেকে দেখতে পান, তাঁর স্বামীর কারখানা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে সেখান থেকে স্থানীয় লোকজন তাঁর স্বামীসহ কয়েকজনের লাশ হাসপাতালের দিকে নিয়ে যান।
ওই কারখানার খুব কাছে টঙ্গী রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা পোর্টম্যান সাইজুল হক বলেন, কারখানার পাঁচতলা ভবনের চারতলায় বেশ কিছু শ্রমিক জানালা দিয়ে হাত নেড়ে তাঁদের বাঁচানোর আকুতি জানাতে থাকেন। এ সময় স্থানীয় ব্যক্তিরা মই নিয়ে বড় হাতুড়ি দিয়ে দেয়াল ভেঙে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালান। একপর্যায়ে ধোঁয়া ও তাপের কারণে তাঁদের চেষ্টা ব্যর্থ হয়। ঘটনাস্থল ঘিরে থাকা মানুষের মুখে আগুনে পুড়তে থাকা অনেক মানুষের বর্ণনা পাওয়া গেছে। এসব মানুষকে উদ্ধার করতে না পারায় আক্ষেপ করছিলেন অনেকেই।
টঙ্গী ৫০ শয্যা সরকারি হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দেয়ালচাপায় এবং আগুনে দগ্ধ ও শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ছিন্নবিচ্ছিন্ন হয়ে ২৪ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

যাঁরা নিহত হয়েছেন:
গাজীপুরের সিভিল সার্জন আলী হায়দার খান বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ঢাকার নবাবগঞ্জের গোপাল দাস (২৫), একই এলাকার ক্লিনার শংকর সরকার (৩৫), পিরোজপুরের আল মামুন (৪০), চাঁদপুরের মতলবের নিরাপত্তাকর্মী আবদুল হান্নান (৫০), কুড়িগ্রামের ইদ্রিস আলী (৪০), ভোলার দৌলতখান এলাকার নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর আলম (৬৫), টাঙ্গাইলের গোপালপুর এলাকার সুভাষ চন্দ্র (৩০), ময়মনসিংহের ত্রিশাল এলাকার রফিকুল ইসলাম (৪০), একই জেলার ঈশ্বরগঞ্জ এলাকার রিকশাচালক আবদুর রাশেদ (২৫), কারখানার শ্রমিক সিলেটের গোপালপুর এলাকার ওয়ালি হোসাইন (৪০), একই এলাকার মো. সোলায়মান (৩০), সাইদুর রহমান (৫১), মাইন উদ্দিন (২৯) ও এনামুল হক (৩৫), ত্রিশালের প্রকৌশলী আনিসুর রহমান (৪৫), পথচারী হবিগঞ্জের রোজিনা আক্তার (২০) ও তাঁর ছোট বোন তাহমিনা আক্তার (১৮) ও শিশু মো. আশিক (১২)। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ব্যক্তিদের মধ্যে দেলোয়ার হোসেন (৩৫), ওয়াহিদুজ্জামান (৪০) ও আনোয়ার হোসেনের (৩৫) নাম জানা গেছে। নিহত এক নারীসহ অন্যদের নাম জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের সূত্রে আসমা নামে এক তরুণীর কথা জানা যায়, যিনি দুর্ঘটনার সময় ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় নিহত হয়েছেন। তাঁর বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে।
তদন্ত কমিটি: ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) আনিস মাহমুদ বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. বদিউজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন দিতে ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এদিকে গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে প্রতিবেদন জমা দিতে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শক করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, নিরাপত্তা বাহিনী, ফায়ার সার্ভিস, নির্বাচিত জনপ্রতিনিধিরা তাৎক্ষণিক দায়িত্ব পালন করেছেন। না হলে হয়তো আগুন আরও ব্যাপক হতো। এ কারখানার কেমিক্যাল ব্যবহারের অনুমোদন ছিল কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে সব উদ্‌ঘাটিত হবে।
Newsall017 by Ashraful

নতুন পিসি আনছে মাইক্রোসফট

অনলাইন ডেস্ক | আপডেট:
সারফেস অল ইন ওয়ান পিসিএ বছরের অক্টোবর মাসে সারফেস ব্র্যান্ডের অল-ইন-ওয়ান পিসি আনছে মাইক্রোসফট। জুলাই মাস থেকেই প্রযুক্তি বিশ্বে মাইক্রোসফটের নতুন এই পিসি ঘিরে গুঞ্জন রয়েছে।
মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জেডনেটের প্রতিবেদনে বলা হয়েছে, সারফেস ব্র্যান্ডের নতুন এই পিসির কোডনাম ‘কার্ডিনাল’। নিউইয়র্কে অক্টোবর মাসে এক অনুষ্ঠানে এই পিসি দেখাতে পারে মাইক্রোসফট। ২১ ইঞ্চি, ২৪ ইঞ্চি বা ২৭ ইঞ্চি মাপের একটি কিংবা তিনটি মডেলই বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি।
নতুন এই পণ্য ঘিরে মাইক্রোসফট এখনো রহস্যই রেখে দিয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা অল-ইন-ওয়ান পিসি নিয়ে পূর্বাভাস দিলেও মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।
বাজার বিশ্লেষকেরা বলছেন, নতুন পিসির পাশাপাশি আগামী বছরে বাজারে আনার জন্য সারফেস ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করবে মাইক্রোসফট। এ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ এন্ট্রি লেভেলের সারফেস ব্র্যান্ডের ট্যাবলেট কম্পিউটারও বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি।
আগামী বছর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের বড় ধরনের হালনাগাদ আনবে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

Friday, September 2, 2016

Tuesday, August 30, 2016

Newsall017 by Ashraful

Industries give locality a new lease of life

Mir Mahmudul Hasan . Nilphamari | Update: 
17f770d15025aea71fff069dc0c3a600-179_NILPHAMARI-PIC-EPZ-7Last year the Hong Kong firm Evergreen exported 35 million wigs worldwide, earning more than $15 million. It’s factory is in an export processing zone of North Bengal in Bangladesh and employs 15 thousand workers from 10 nearby villages.

Just 15 years ago, Songolshi union was a poverty-stricken area about 10 kilometers from Nilphamari. Now 12 local and foreign companies have set up factories on 140 plots of land in this Uttara export processing zone. Eight of these are Hong Kong-based and one is from the United Kingdom. The rest are local. The factories here produce items like sweaters, spectacles and even coffins. A British company Oasis has trained local women in making bamboo and cane caskets for funerals.   
According to Bangladesh Export Processing Zones Authority (BEPZA), these factories have exported $188,800,000 worth of products in the last fiscal year alone.
Currently there are 22 thousand workers employed in the Uttara EPZ and 65% of them are women. There are alo 20 foreign and local factories surrounding the EPZ which also employ thousands of people. These factories are changing the face of the area rapidly. In the villages nearby, the farmers are turning into factory workers. The once sleepy little village homes are becoming livelier and prosperous.
Local people say that once the farmers here were unemployed most of the year and lived in poverty. Many used to leave for other districts to find work. Now, people from other districts come here to find work and settle in the area. 
At six in the morning in the EPZ, thousands of people can be seen entering the factories. They com t work on cycle, motorbikes, easy-bikes and on foot.
By seven in the morning, most of the workers are at their stations. Then from four in the afternoon, they leave the factories in streams, heading back home.
In the mornings and later afternoons the rods of the area teem with the factory workers going to work and returning home. The easy-bike business is booming due to these commuters.
Waiting at a factory gate, rickshaw-van puller Azinur Islam (30) said his home was nearly eight kilometers away in Choraikhola union. His wife, Komola Begum, has been working at a leather factory in the EPZ for around two years. She earns more than him, about Tk 7-8 thousand per month. He takes his wife to work and back in his van. Other workers from that area also travel by his van, and he earns around Tk 6 thousand per month. He says that before his family was poor. Now they earn enough to even save at the end of the month.

Monday, August 29, 2016

Newsall017 by Ashraful

Arrest of Risha killer in 48 hours: Police

Staff Correspondent | Update: 
 
Police on Tuesday pledged to arrest Obaidul, slain Willes Little Flower School student Risha's suspected killer, within 48 hours.

Agitating students of Willes Little Flower School and College blocked put an end to their demonstration around noon after being assured of the arrest.

The students blocked Kakrail Road in the city on Monday morning protesting the killing of Risha, a student of class VIII of the school, halting vehicular movement on Malibagh, Shantinagar, Bijoynagar and Nayapaltan areas, reports news agency UNB.

Ramna police assistant commissioner Shibli Noman visited the spot at 1:30pm and assured the agitating students that Risha's murderer will be arrested within the next 48 hours.

Suraya Akhter Risha, 14, daughter of Md Ramzan Ali, a resident of Bangshal of old Dhaka, was stabbed by miscreants in Kakrail area of the city on August 24.

She died of her wounds at Dhaka Medical College Hospital (DMCH) on Sunday morning.
Newsall017 by Ashraful



I am very happy today. Because I am success a tour. I workd hard for it.
Newsall017 by Ashraful f
Newsall017 by Ashraful
খবর > খেলা

সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

<a href='http://revive.bdnews24.com/www/delivery/ck.php?n=aa0edbd2&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://revive.bdnews24.com/www/delivery/avw.php?zoneid=188&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=aa0edbd2' border='0' alt='' /></a>
Newsall017 by Ashraful

অভিনয় ছেড়ে দেবেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক | আপডেট: | প্রিন্ট সংস্করণ
ক্যাটরিনা কাইফঅভিনয়টা তাঁর পেশা শুধু নয়, নেশাও। এই কাজটার সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা। কিন্তু যদি জীবনের সত্যিকারের ভালোবাসার স্বার্থে অভিনয় ছাড়ার প্রয়োজন পড়ে? তাহলে অভিনয়টাকেই উত্সর্গ করতে রাজি আছেন ক্যাটরিনা কাইফ। এই বলিউড তারকা বলেছেন, ক্যারিয়ার বনাম ভালোবাসা বা সংসার যদি পরস্পর মুখোমুখি অবস্থানে থাকে; একটাকে বেছে নিতে হলে বেছে নেবেন ভালোবাসাকেই। ছেড়ে দেবেন অভিনয়।
ক্যাট বলেছেন, ‘জোর করা বা বাধ্য করা নয়; নিজেই যদি অনুভব করি, মন যদি বলে আমাকে বাড়িতে থেকে সন্তানদের বড় করা উচিত, তাহলে অবশ্যই তা আমি করব। প্রত্যেক নারীরই উচিত সহজাতভাবে ভেতর থেকে যা আসে সেটিকেই অনুসরণ করা।’
ক্যাটরিনার নতুন ছবি বারবার দেখোতে ক্যারিয়ার বনাম জীবনের এই সংঘাত দেখা যাবে। যেখানে ক্যাটরিনার জুটি হিসেবে কাজ করা সিদ্ধার্থ মালহোত্রা ক্যারিয়ারকেই দিচ্ছেন সবচেয়ে বেশি গুরুত্ব।
একজন নারী ক্যারিয়ারকে যেভাবে উত্সর্গ করে দিতে পারেন সংসারের জন্য, পুরুষেরা কি তা পারেন না? ক্যাটরিনা অসাধারণ এক উত্তর দিয়েছেন, ‘এটাকে আমি নারী-পুরুষ এভাবে আলাদা করতে চাই না। আমি বরং বলব, এটা অনেক বেশি ব্যক্তিগত সিদ্ধান্ত। এমন অনেক নারীও আছেন, যাঁরা সংসারে থিতু না হয়ে ক্যারিয়ারকেই গুরুত্ব দেন; এমন অনেক পুরুষও আছেন। তবে সাধারণত দেখা যায়, নারীরাই একটু বেশি সংসারমুখী হন।’
এখন পর্যন্ত ক্যাটরিনার জীবনে এই দুইয়ের যেকোনো একটিকে বেছে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তিনি আশা করেন, হবেও না। তবে যদি হয়? উত্তরটা তো দিয়েছেন শুরুতেই। ইন্ডিয়ান এক্সপ্রেস।

ওয়ানডে সিরিজ

বিদায়ী ম্যাচে দিলশানের হার

আপডেট: | প্রিন্ট সংস্করণ

আউট হয়ে ফেরার সময় ব্যাট উঁচিয়ে দর্শক অভিবাদনের জবাব দিলেন তিলকরত্নে দিলশান। কাল ডাম্বুলায় l এএফপিশুধু টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবেন বলেই বছর তিনেক আগে টেস্ট থেকে অবসর নিয়েছেন। তিন বছর রঙিন পোশাকে ২২ গজে দাপটও দেখিয়েছেন তিলকরত্নে দিলশান, শ্রীলঙ্কান ক্রিকেট অনেক উত্থান-পতনের সাক্ষীও ওই তিনটি বছর। তবে আর নয়। আগেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়েই শেষ টানবেন ৫০ ওভারের ক্রিকেট ক্যারিয়ারে। কাল ডাম্বুলায় সেটি টেনেও দিলেন দিলশান, বিদায় নিলেন ওয়ানডে থেকে।
তবে বিদায়ী ম্যাচে জয় উপহার পেলেন না। অস্ট্রেলিয়া জিতেছে ২ উইকেটে। জর্জ বেইলির ফিফটিতে (৭০) ২২৭ রানের লক্ষ্যটা ২৪ বল হাতে রেখেই পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া।
মুরালিধরন-রানাতুঙ্গাদের মতো কিংবদন্তি তিনি নন। সাঙ্গাকারা-জয়াবর্ধনেদের মতো আলাদা একটি যুগের প্রতিনিধিও তাঁকে বলা যাবে না। তবু শ্রীলঙ্কান ক্রিকেটে তিলকরত্নে দিলশান অনন্য এক চরিত্র, যেন ‘ত্রিকালদর্শী’। প্রায় চল্লিশে পা দেওয়া সেই দিলশানই কাল বিদায় বলে দিলেন ওয়ানডেকে।
সতীর্থদের ‘গার্ড অব অনারের’ মধ্য দিয়ে মাঠে নেমে শেষ ইনিংসে করেছেন ৪২ রান। ঠিক ‘দিলশানীয়’ আক্রমণাত্মক ইনিংস নয়, বল খেলেছেন ৬৫টি। ছিল না নামের সঙ্গে জুড়ে যাওয়া ‘দিলস্কুপ’ও। তবু ইনিংসটি এক অর্থে হয়ে থাকল তাঁর লড়াইয়ের প্রতিচ্ছবি। ২৩ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর সেঞ্চুরিয়ান চান্ডিমালের সঙ্গে মিলে ইনিংস গড়েছেন। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদন জানিয়েছেন, পুরো গ্যালারিও উঠে দাঁড়িয়ে করতালিতে ধন্যবাদ জানিয়েছে তাঁকে।
দিলশান আউট হওয়ার পর শ্রীলঙ্কাকে টেনে নিয়ে গেছেন চান্ডিমাল, করেছেন ১০২ রান। তবে শেষ দিকের ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায় ২২৬ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২২৬/১০ (চান্ডিমাল ১০২, দিলশান ৪২; জাম্পা ৩/৩৮)। অস্ট্রেলিয়া: ৪৬ ওভারে ২২৭/৮ (বেইলি ৭০, ওয়েড ৪২; ম্যাথুস ২/৩০)।
Newsall017 by Ashraful
Newsall017 by Ashraful

আঙুলে চোট তামিমের

ক্রীড়া প্রতিবেদক | আপডেট: | প্রিন্ট সংস্করণ
পরশু অনুশীলনে এ ক্যাচটি নিতে গিয়েই বাঁ হাতের আঙুলে চোট পান তামিম। আর এই চোট তাঁকে মাঠের বাইরে নিয়ে গেল অন্তত তিন সপ্তাহের জন্য l শামসুল হকপরশু ফিল্ডিং অনুশীলনের সময় চোট পান বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে। তবে ব্যথা বেশি ছিল না। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তাই পর্যবেক্ষণে রাখেন তামিম ইকবালকে। কিন্তু কাল ব্যথা ও ফোলা বেড়ে যাওয়ায় এক্স-রে করানো হয়। তাতেই আঙ্গুলে ধরা পড়ে চিড়। সুস্থ হয়ে মাঠে ফিরতে তিন থেকে চার সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে জাতীয় দলের ওপেনারকে।
ইংল্যান্ড আসছে ৩০ সেপ্টেম্বর। তার আগে তিন ওয়ানডের সিরিজ খেলতে আফগানিস্তানের আসাও মোটামুটি ঠিকঠাক। এ অবস্থায় বাংলাদেশের বাঁহাতি ওপেনারের চোট দুঃসংবাদই বটে। তবে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী আশাবাদী, আফগানিস্তান সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন তামিম, ‘সপ্তাহ তিনেক সে হাতের কাজগুলো করতে পারবে না। এ ছাড়া অন্যান্য কাজ করবে। কাজেই আঙুলের ব্যথা সেরে গেলে খেলতে অসুবিধা হওয়ার কথা নয়।’ ফিজিও বায়েজিদুলও মনে করছেন, এ সময়ের মধ্যে চোট কাটিয়ে ওঠা সম্ভব, ‘এসব চোট সারতে সাধারণত তিন-চার সপ্তাহ লাগে। সেটা হলেও আগামী মাসের শেষ সপ্তাহের আগে ওর খেলায় ফিরতে পারার কথা। এটা নির্ভর করছে তামিম কত দ্রুত সুস্থ হতে পারে তার ওপর।’
এর আগেও অনেকবার সিরিজের আগ মুহূর্তে চোটে পড়েছেন তামিম। কখনো চোট কাটিয়ে সিরিজে খেলতে পেরেছেন, কখনো বা চলে যেতে হয়েছে দলের বাইরে। তবে এবারের চোট নিয়ে তামিমকেও খুব একটা চিন্তিত মনে হচ্ছে না, ‘সুস্থ হতে তিন সপ্তাহ লাগলেও সর্বোচ্চ ১৮ তারিখ (সেপ্টেম্বর মাসের) পর্যন্ত খেলার বাইরে থাকব। কাজেই আশা করছি, আফগানিস্তান সিরিজে খেলতে পারব।’
আগামী ১৭ সেপ্টেম্বর তামিমের আঙুলের অবস্থা আরেকবার পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। তার আগে কাল করানো হতে পারে একটা এমআরআই।

Sunday, August 28, 2016

Newsall017 by Ashraful
Newsall017 by Ashraful

বাংলাদেশ ৩: ০ ইরান

সেই ইরানকেই গুঁড়িয়ে শুরু

ক্রীড়া প্রতিবেদক | আপডেট: | প্রিন্ট সংস্করণ


এএফসি অনূর্ধ্ব–১৬ ফুটবলে ইরানকে ৩–০ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েদের উল্লাস। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলোপ্রতিপক্ষের অর্ধে বল নিয়ে পুরোটা সময় দাপটের সঙ্গে খেলছে বাংলাদেশ! এমন বিরল দৃশ্য আগে হয়তো কল্পনাতেই দেখতেন কোনো খেলাপাগল দর্শক। কিন্তু স্বপ্ন নয়, সত্যিই কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা দেখিয়েছে, ‘আমরাও পারি!’ মেয়েদের ফুটবলে এশিয়ার অন্যতম শক্তি ইরানকে ৩-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইটা স্বপ্নের মতোই শুরু করেছে বাংলাদেশ।
সেই বঙ্গবন্ধু স্টেডিয়াম। প্রতিপক্ষ সেই ইরান। শুধু স্মৃতির সেলুলয়েডে যদি সন্ধ্যাটা বছর দুয়েক আগে নিয়ে যেত মার্জিয়া-সানজিদারা, তাহলেই মনে পড়ত দুঃস্বপ্নের কথা। এই ইরানের কাছে হেরেই সেবার চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছিল বাংলাদেশকে। এক অর্থে সেই হারের বদলাও নেওয়া হলো! যদিও কোচ গোলাম রব্বানী ছোটন একে প্রতিশোধ বলতে রাজি নন, ‘মেয়েদের খেলার উন্নতি হয়েছে। এখানে কোনো বদলার ব্যাপার নেই, নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলেছে মেয়েরা।’
কিন্তু সেই স্বাভাবিক খেলাটাই যেন কোথায় হারিয়ে গিয়েছিল ম্যাচের প্রথমার্ধে! মাঝমাঠ থেকে বল নিয়ে দুই প্রান্ত দিয়ে বারবার আক্রমণে উঠেছে সানজিদা-কৃষ্ণা। কিন্তু গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলেছে। গোটা চারেক সহজ সুযোগ প্রথমার্ধেই নষ্ট করেছে স্বপ্না! ম্যাচের স্কোরলাইন ৬-০ হলেও অবাক হওয়ার কিছু থাকত না!
দ্বিতীয় মিনিটেই ফাঁকা পোস্ট পেয়েও স্বপ্না বাইরে না মারলে শুরু থেকেই গোল-উৎসব শুরু হয়ে যায় বাংলাদেশের! প্রথমার্ধে একাধিকবার মার্জিয়া ও কৃষ্ণা বক্সে ঢুকে এলোপাতাড়ি শট নেয়! প্রতিপক্ষ ইরান—এই নামের ভয়েই কি স্নায়ুচাপে ভুগেছে তারা?
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। বিরতির সময় কোচের বার্তা ছিল, ‘তোমাদের সব ঠিক আছে। শুধু ফরোয়ার্ড লাইনে সমস্যা, একটা গোল করো, তাহলেই দেখবে আরও গোল আসবে।’ বাংলাদেশ ফসকে যেতে থাকা গোলটা পায় ৬২ মিনিটে। প্রথমে গোলমুখ খোলে মার্জিয়া। বক্সের মধ্যে মারিয়ার শট ইরান গোলরক্ষক মাদেহ দাভাজির হাতে লাগে। ফিরতি শটে মার্জিয়া আলতো টোকায় করে ১-০। গোলমুখ খোলা তো নয়, যেন স্নায়ুচাপের দেয়াল ভেঙে দেওয়া। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মৌসুমী। সানজিদার ক্রসে দূরপাল্লার জোরালো শটে দর্শনীয় গোলটি করেই সতীর্থদের সঙ্গে উৎসবে মাতল রংপুরের মেয়ে। ৮৬ মিনিটে ব্যবধান বাড়িয়েছে ময়মনসিংহের কলসিন্দুরের মেয়ে তহুরা। মনিকার ক্রসে তহুরা দর্শনীয় হেডে ৩-০ করে।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ইরানি কোচ সাদি মাহিনীর মুখে শুধুই বাংলাদেশের মেয়েদের প্রশংসা, ‘দুই বছর আগে যে দলকে দেখেছিলাম, তার চেয়ে অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের। বোঝাই যাচ্ছে, তৃণমূল পর্যায়ে কাজ করেছে ওরা। ওদের এমন জয়ের জন্য অভিনন্দন।’
পুরো ৩ পয়েন্ট পেয়ে শুরু বাংলাদেশের। কোচ গোলাম রব্বানীর মনে চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্নটা এখন বড়। তবে বাস্তবতার জমিনেই পা রাখছেন তিনি, ‘মাত্র শুরু হলো প্রতিযোগিতা। আমরা ম্যাচ ধরে ধরে চিন্তা করছি। এখনই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছি না।’
বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল। প্রতিপক্ষ সিঙ্গাপুর।
এর আগে দিনের প্রথম ম্যাচে চীনা তাইপে ৭-১ গোলে হারিয়েছে কিরগিজস্তানকে। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ২-২ গোলে ড্র করেছে সিঙ্গাপুরের সঙ্গে।
Newsall017 by Ashraful

শুভেচ্ছাদূত মিম

বিনোদন প্রতিবেদক | আপডেট: | প্রিন্ট সংস্করণ
বিদ্যা সিনহা মিমশাকিলা জাফর, সুবর্ণা মুস্তাফা, আফসানা মিমি, বিপাশা হায়াত, মেহ্জাবিনসহ অনেকেই ইউনিলিভারের পণ্য লাক্সের শুভেচ্ছাদূত হয়েছেন। সেই পথ ধরে এবার পণ্যটির শুভেচ্ছাদূত হলেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। এ বিষয়ে সম্প্রতি এক বছরের জন্য লাক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই লাক্স তারকা। ইউনিলিভারের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
২০০৭ সালে লাক্স সুপারস্টার নির্বাচিত হন মিম। এরপর থেকে লাক্সের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিলেও পণ্যটির কোনো বিজ্ঞাপনে মডেল হওয়ার সুযোগ হয়নি। শুভেচ্ছাদূত হওয়ার মধ্য দিয়ে এই পণ্যের মডেল হওয়ারও সুযোগ হলো তাঁর। রোমাঞ্চিত মিম বলেন, ‘লাক্স তারকা হওয়ার সুবাদেই কিন্তু মিডিয়াতে পথচলা শুরু হয়েছে আমার। দীর্ঘ সময় পর পণ্যটির শুভেচ্ছাদূত হওয়ার সুযোগ পেলাম। এটি আমার জন্য অনেক সম্মানের। মনে হচ্ছে নিজের ঘরে ফিরে এলাম। এ এক অন্য অনুভূতি।’
এক বছরের চুক্তিতে তাঁকে কী কী করতে হবে—জানতে চাইলে মিম জানান, লাক্সের পাঁচটি বিজ্ঞাপনে মডেল ও পণ্যটির বিভিন্ন ধরনের প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিতে হবে।
এরই মধ্যে প্রথম বিজ্ঞাপনের কাজ শুরু হয়ে গেছে। গতকাল শনিবার থেকে গাজীপুরের লোকেশনে বিজ্ঞাপনটির শুটিং চলছে। শুটিং লোকেশন থেকে মুঠোফোনে খবরটি নিজেই দিয়েছেন মিম।
Newsall017 by Ashraful


অভিনয়ে ক্রিকেটার জাহানারা

বিনোদন প্রতিবেদক | আপডেট: | প্রিন্ট সংস্করণ
লাইফ ইজ বিউটিফুল নাটকের দৃশ্যে মেহরাব ও জাহানারা আলমঅভিনয়শিল্পীর তালিকায় নাম লেখালেন জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম। নাটকের নাম লাইফ ইজ বিউটিফুল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। গত কয়েক দিন নাটকটির শুটিং হলো ঢাকার বিভিন্ন জায়গায়। এরই মধ্যে গত শুক্রবার নিজের অংশের শুটিং শেষ করেছেন জাহানারা। শুটিং শেষে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, মাঠ ছেড়ে অভিনয়েই নিয়মিত হবেন কি না? ‘একদমই না, আমাদের মহিলা ক্রিকেট দলটাকে আরও একধাপ ওপরে তুলতেই অভিনয়ে নাম লেখালাম। আমরা শুধু ক্রিকেটই খেলি না; চাইলে আরও অনেক কিছুই করতে পারি—এটাই বোঝানোর ইচ্ছা ছিল।’ বলেন জাহানারা আলম।
তাহলে কি নিয়মিতই টিভি পর্দায় দেখা যাবে জাহানারাকে? ‘অভিনয়টা খুব কঠিন কাজ। আমি ক্রিকেট মাঠেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ওখানেই আমি সাবলীল। তাই এটাই আমার প্রথম, সম্ভবত শেষ অভিনয়ও।’
নাটকটিতে জাহানারা আলমের সহশিল্পী ছিলেন অভিনয়শিল্পী নিলয়, হিমি, সোহেল পারভেজ ও সংগীতশিল্পী মেহরাব।
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, এই সময়ের তরুণ-তরুণীদের বিপথে যাওয়া এবং সেখান থেকে ফিরে আসার উপায়টাই দেখবেন দর্শকেরা। নাটকটি পবিত্র ঈদুল আজহায় একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।
Newsall017 by Ashraful





শাকিবের অস্ট্রেলিয়া মিশন


 ছবির শুটিংয়ে অংশ নিতে শিগগিরই অস্ট্রেলিয়া যাচ্ছেন অভিনেতা শাকিব খান। সেখানে তাঁর নতুন ছবি অপারেশন অগ্নিপথ-এর শুটিং হবে। ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে এ কথা জানান শাকিব খান।
শাকিব খান বলেন, ২৯ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন। ৩০ আগস্ট শুটিং শুরু হবে। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে একাধিক লোকেশনে টানা ১৫ দিন চলবে এই শুটিং।
এদিকে আসছে ঈদে শাকিব খান অভিনীত দুটি ছবি বসগিরি ও শুটার মুক্তি পাচ্ছে। মুক্তির আগে আগে দেশের বাইরে যাওয়ার কারণে ঈদের ছবির প্রচার-প্রচারণায়ও থাকতে পারছেন না তিনি। এতে কি ছবির ওপর প্রভাব পড়বে না? জানতে চাইলে শাকিব খান বলেন, ‘তা তো কিছুটা পড়বেই। আমি প্রতিবছরই ঈদের দিন ঢাকার মধ্যে যেসব প্রেক্ষাগৃহে আমার অভিনীত ছবি মুক্তি পায়, সেখানে সকাল থেকে সফর শুরু করি। এতে করে দর্শকেরা উৎসাহিত হন।’
শাকিব খান আরও বলেন, অস্ট্রেলিয়া যাওয়ার আগে যতটুকু পারছেন, ততটুকু সময়ের মধ্যে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রিকায় ছবি দুটি নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অপারেশন অগ্নিপথ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শিবা আলী খান। পরিচালক বলেন, অস্ট্রেলিয়ায় কাজ শেষ হলে মালদ্বীপে শুটিং হবে ছবিটির।

Saturday, August 27, 2016

News al 017 by Ashraful

 So Nice
 
News al 017 by Ashraful

 .prothom-alo.com/life-style/article/957772/তিনটি-ব্যাংকে-বিভিন্ন-পদে-চাকরি

তিনটি ব্যাংকে বিভিন্ন পদে চাকরি

চাকরিবাকরি প্রতিবেদক | আপডেট: | প্রিন্ট সংস্করণ
তরুণদের পছন্দের একটি পেশা হচ্ছে ব্যাংকে চাকরি। এখন সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে চাকরির অনেক সুযোগ তৈরি হচ্ছে। এসব ব্যাংক বছরের বিভিন্ন সময় তাঁদের প্রতিষ্ঠানে বিভিন্ন পদে লোক নিয়ে থাকে। সম্প্রতি তিনটি ব্যাংকে বিভিন্ন পদে লোক নেওয়া হবে বলে বিভিন্ন পত্রিকায় ও জব পোর্টালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাই এসব ব্যাংকে আবেদন করে বিভিন্ন নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে আপনিও নিতে পারেন এ সুযোগ।
অগ্রণী ব্যাংক লিমিটেড
সিনিয়র অফিসার (নিরীক্ষক): রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডে এই পদে ৫০ জনকে নিয়োগ করা হবে। সম্প্রতি বিভিন্ন পত্রিকায় বাংলাদেশ ব্যাংক এ নিয়োগ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকসহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স কোর্স কমপ্লিটেড (সিসি) পাস হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। সাধারণ প্রার্থীদের বয়স ০১-০৩-২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। আর মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে একই তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
এ পদে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) এ অনলাইন অ্যাপলিকেশন ফরম পূরণের মাধ্যমে। ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটি সূত্রে জানা গেছে, আবেদনের নির্ধারিত সময় শেষে প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের ধাপে ধাপে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে এসব পরীক্ষা কত নম্বরে হবে, সে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন আছে বলে সূত্র জানায়। এসব পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে বিভিন্ন পত্রিকা ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত একজন সিনিয়র অফিসার (নিরীক্ষক) জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২ হাজার টাকা বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।
এরই মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ প্রক্রিয়া চলবে আগামী ৬ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড
মার্কেটিং অফিসার (এমও): পদটিতে আবেদন করতে হলে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। অভিজ্ঞদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে www.mblbd.com এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। পদটিতে আবেদন করা যাবে আগামী ৮ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত।
শাহজালাল ইসলামী ব্যাংক
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও): এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে এমবিএ, এমবিএম, হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, আইন, ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। এ ছাড়া (সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।
ট্রেইনি সিনিয়র অফিসার (টিএসও): এ পদেও আবেদন করতে হলে প্রার্থীকে এমবিএ, এমবিএম, হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, আইন, ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। এ ছাড়া (সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।
ট্রেইনি অফিসার (টিও) ক্যাশ: এ পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। শিক্ষাজীবনে সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি/সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।
সব পদের প্রার্থীদের বয়স ৩১-০৮-১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
যেভাবে আবেদন করবেন: এসব পদে আবেদন করতে হলে প্রার্থীদের sjibl.chakri.com এই ঠিকানায় গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৩১ আগস্ট ২০১৬ পর্যন্ত। এই
Newsall017 by Ashraful

 http://www.prothom-alo.com/education/article/958633/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%9F




.
*বহুনির্বাচনি প্রশ্নোত্তরপ্রিয় জেএসসি পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৪ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪১। ভারতবর্ষের শেষ মোগল সম্রাট কে ছিলেন?
ক. বাহাদুর শাহ জাফর খ. সম্রাট আকবর
গ. সম্রাট জাহাঙ্গীর ঘ. সম্রাট বাবর
২। বাহাদুর শাহ পার্ক কার নামানুসারে করা হয়?
ক. সম্রাট আকবর খ. বাহাদুর শাহ দুলাল
গ. সম্রাট বাহাদুর শাহ জাফর ঘ. সম্রাট জাহাঙ্গীর
৩। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের তৈরি প্রাসাদের নাম কী?
ক. বুড়িগঙ্গা মঞ্জিল খ. নবাব মঞ্জিল
গ. বাহাদুর মঞ্জিল ঘ. আহসান মঞ্জিল
৪। কার্জন হল তৈরি হয় কোন আমলে?
ক. মোগল আমলে খ. পাল আমলে
গ. সেন আমলে ঘ. ইংরেজ আমলে
৫। সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
ক. জাহাঙ্গীরনগর খ. সোনারগাঁ
গ. ময়মনসিংহ ঘ. নদীয়া
৬। ধনী ব্যবসায়ীদের অনেকে কত শতকে সোনারগাঁয়ের পানাম এলাকাটিকে বসবাসের জন্য বেছে নেন?
ক. উনিশ শতকে খ. আঠারো শতকে
গ. সতেরো শতকে ঘ. পনেরো শতকে
৭। আর্মেনিয়ান চার্চ তৈরি হয় কত সালে?
ক. ১৭৮০ সালে খ. ১৭৮১ সালে
গ. ১৭৮২ সালে ঘ. ১৭৮৩ সালে
৮। বাংলাদেশে ইংরেজ শাসনামল কত বছর ছিল?
ক. প্রায় ২০০ বছর খ. প্রায় ৩০০ বছর
গ. প্রায় ৪০০ বছর ঘ. প্রায় ৫০০ বছর
৯। বাংলাদেশ সরকারের কোন বিভাগ ময়মনসিংহ জাদুঘরটি পরিচালনা করে?
ক. আইন বিভাগ খ. স্থানীয় সরকার বিভাগ
গ. বন বিভাগ ঘ. প্রত্নতত্ত্ব বিভাগ
১০। বলধার জমিদার কে ছিলেন?
ক. নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী
খ. নরেন্দ্র দাস চৌধুরী
গ. গৌর রায় চৌধুরী
ঘ. গৌরাঙ্গ দাস
১১। ‘প্রত্ন’ শব্দের অর্থ কী?
ক. নতুন খ. ভাস্কর্য গ. শিল্পকর্ম ঘ. প্রাচীন
১২। ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭০ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৬৮ সালে
১৩। ঢাকার মসজিদগুলো কোন স্থাপত্যরীতিতে তৈরি?
ক. ইংরেজ খ. মোগল
গ. পাকিস্তানি ঘ. পারস্য
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়-৪
১. ক ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. খ     ৮. ক ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. খ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
http://www.prothom-alo.com/pachmisheli/article/958576/%E0%A6%9A%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2
News all 017 by Ashrafulhttp://paimages.prothom-alo.com/contents/cache/images/350x0x1/uploads/media/2016/08/26/5ee0cd894048a25a08ac2ad73b610953-18.jpg
News all 017 by Ashraful


Sorry I dont know about blog.http://www.bloggerajans.com/